সবার কথা বলে

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

0 404

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

একেএম মহিউদ্দিন:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (৩১তম) উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা শাখার আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে বেগমগঞ্জ চৌরাস্তা ৭১ জাদুঘর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, এম এ হাসেম স্মৃতি সংসদের আহবায়ক শাহ আব্দুল্লাহ আল বাকি, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি সামছুল হাসান মিরন, মানবজমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মোহাম্মদ জসিম, দৈনিক বাংলা সমাচার সম্পাদক অরুণ চন্দ্র কুরী ভূট্রো, চলতি ধারা সম্পাদক এম বি আলম।

বাংলাদেশ সাংবাদিক মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন চৌমুহনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন নসু, ডিইউজের সদস্য একেএম মহিউদ্দিন, ফোরামের নোয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ এস এম রিজওয়ান, সহ সভাপতি ফখরুদ্দিন, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া, কামরুল কানন, সেনবাগ উপজেলা সিনিয়র সহ সভাপতি নিজাম খন্দকার।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলুল হক, এবি সিদ্দিক,আব্দুল মতিন,নিজাম উদ্দিন, মোহাম্মদ উল্যাহ, মোরশেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলা-উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.