
শরিয়তপুরে মুক্তিযোদ্ধার পরিবারের জমি জোর দখল ও মারপিটের অভিযোগ উঠেছে।
এবি এম জিয়াউল হক টিটু(শরীয়তপুর):
নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নে দক্ষিণ মগর মরহুম বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন মুন্সী জমি জোর দখল ও মারপিটের অভিযোগ উঠেছে।
মরহুম বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন মুন্সীর ছেলে মোঃ মাহাবুব মুন্সী জানান, তার বাবা ছিলেন সরকারি চাকরি জীবি ( বি ডি আর) এ চাকরি করতেন। তার বাবা বি ডি আর এ চাকরি কালীন অবস্থায় তাদের বিভিন্ন শহরে বসবাস করতে হয়েছে।
তার বাবা মরহুম মরহুম বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন মুন্সী চাকরি কালীন পেনশন নিয়ে দেশের বাড়ীতে চলে আসেন।
তবে তাদের জায়গা জমি ফসলি সব কিছুই দেখাশোনা করতেন, বাড়ীতে বসবাসকারী ব্যক্তি শহীদুল ইসলাম মুন্সী।
মরহুম বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন মুন্সীর ছেলে মোঃ মাহাবুব মুন্সী জানান, তারা গ্রামের বাড়ীতে আসার পর যখন তাদের ঘরবাড়ি জায়গায় জমি বুঝে নেয়ার চেস্টা করেন তখন তাদের উপর শুরু হয় জুলুম নির্যাতন।
গত ১৯ এপ্রিল ঘর তুলতে গিয়ে বাধার মুখে পড়েন তারা। অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তি ও আমিন দ্বারা নির্ধারিত করে ঘরের কাজ শুরু করেন মাহাবুব মুন্সীরা।
জমি বুঝিয়ে দেয়ার পরেও শহীদুল ইসলাম মুন্সী এ জমি সংক্রান্ত বিষয় বুঝে নিতে চান না বলে জানান ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবার।
শহিদুল ইসলাম মুন্সী, মরহুম বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন মুন্সীর পরিবারের উপর নির্যাতন ও হুমকী প্রদান করে আসছে বলে জানান, বোরহান উদ্দিন মুন্সী।
ভুক্তভোগী পরিবার এ বিষয়ে মামলা করেছেন বলে জানান।
এদিকে শহিদুল ইসলাম মুন্সী অভিযোগের সব কিছু মিথ্যা এবং তিনি এসব করেননি বলে অস্বীকার করেন।