
শ্রীপুরে স্মার্ট মাগুরা বিনির্মাণে করণীয় শীর্ষক কর্মশালা
মোঃ মিরাজ শেখ
নিজেস্ব প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট মাগুরা বিনির্মাণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার মাগুরা জেলা প্রশাসন শেখ নওশাদ হাসান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, কৃষি অফিসার সালমা জাহান নিপা, খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান, শ্রীপুর থানার এসআই নয়ন বিশ্বাস, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর মোল্যা, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুনসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত এ কর্মশালায় স্মার্ট মাগুরা বিনির্মাণে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে মানব সম্পদ উন্নয়ন, জনপ্রশাসন, স্বাস্থ্য ও কৃষি খাতে প্রযুক্তি সহ নানাবিধ বিষয়ের উপরে টপিক নির্ধারণ পূর্বক গ্রুপ ভিত্তিক কাজ দেওয়া হয়। যেখানে দেশের প্রতিটা সেক্টরকে স্মার্ট করতে প্রতিবন্ধকতা কি এবং তা থেকে উত্তরণের উপায় সহ নানাবিধ বিষয়ের উপরে প্রত্যেকে তাদের নিজ নিজ মতামত প্রকাশ করেন।
কর্মশালায় সহকারী কমিশনার মাগুরা জেলা প্রশাসন শেখ নওশাদ হাসান জানান, ২০৪১ সালের ভিশন কে বাস্তবায়ন করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি এনালগ পদ্ধতির সেবা বর্জন করে স্মার্ট পদ্ধতিতে সেবা দেওয়ার পরামর্শ দেন তিনি।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের পরিকল্পনাই হলো স্মার্ট বাংলাদেশ। এটি বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন হলো ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত হওয়ার পাশাপাশি স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।
এ স্মার্ট বাংলাদেশ হবে উচ্চ আয়ের, দারিদ্র্যমুক্ত, উন্নত মানবসম্পদের স্থিতিশীল ব্যষ্টিক অর্থনীতি ও নগরায়নের এক দেশ সেখানে সকল সেবাই থাকবে নাগরিকের হাতের মুঠোয়। স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে অবশ্যই বাংলাদেশের প্রতিটি জেলাকে স্মার্ট জেলায় রুপান্তর করতে হবে। জেলা সমূহে বর্তমানে যে সকল সেবা প্রদান হরা হয়ে থাকে সেসকল সেবাকে ৪র্থ শিল্পবিল্পবের প্রযুক্তি ব্যবহার করে অধিকতর সহজলভ্য করতে হবে। স্মার্ট জেলা বিনির্মাণে জেলার প্রতিটি সরকারি বেসরকারি দপ্তর এবং সংস্থাকেই গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে হবে।
এক্ষেত্রে মাগুরা জেলাকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট জেলায় রুপান্তরের লক্ষ্যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে হবে।