
মতলব উত্তরে ঋণ দেওয়ার প্রলোভনে গ্রাহকের প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে উধাও ওয়েব ফাউন্ডেশন।
শামীম জয় মতলব চাঁদপুর:
ওয়েভ ফাউন্ডেশন নামে একটি এনজিও। প্রতারণার শিকার হয়ে দিশেহারা ৩ শতাধিক গ্রাহক। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় এ ঘটনা ঘটেছে। গ্রাহক নাঈম সাং দুলাল কান্দি। নুরেআলম সরকার সাং ওটারচর।তানিয়া,শেফালী সাং তালতলী। উভয়ে জানান, ছেংঙ্গারচর পৌরসভার শিকিরচর রোডে মোশারফ মিয়ার বাড়ীর ২য় তলা ওয়েব ফাউন্ডেশন এর অফিস। এরপর ওই এনজিওর এক নারীসহ তিন ব্যক্তি। মতলব উত্তর উপজেলার ছেংঙ্গারচর পৌরসভার তালতলী, ওটারচর সহ বিভিন্ন গ্রামে গিয়ে নারী ও পুরুষদের স্বল্প সুদে ৫ হাজার, ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার, ১ লাখ ও ২ লাখ টাকা দেবে বলে ২ থেকে ১৫০ গ্রাহক অন্তর্ভুক্ত করেন।
প্রথমে গ্রাহকভর্তি বাবদ ২৫০ টাকা নেন। পরে ঋণ দেওয়ার কথা ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ঋণের পরিমাণের ১০ শতাংশ টাকা অগ্রিম জমা নেন। ১১ তারিখ (বৃহস্পতিবার) তাদের ঋণ দেওয়ার কথা ছিলো। কিন্তু বৃহস্পতিবার দুপুর একটায় তারা অফিসে গিয়ে তালা বদ্ধ দেখতে পানেন পরে তাদের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন।তাতে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাদের বুজতে দেরি হয়না যে তারা প্রতারনার শিকার হয়েছেন।
মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে শত শত গ্রাহক অফিসের সামনে এসে জড়ো হন। এ অবস্থায় তারা তাদের টাকা কিভাবে ফেরত পাবেন তা নিয়ে চিন্তিত রয়েছেন।