
নোয়াখালীতে এম.পি.ও ভুক্ত মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় করনের দাবীতে স্মারকলিপি প্রদান।
একেএম মহিউদ্দিন
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর উদ্যোগে এম.পি.ও ভুক্ত মাদ্রাসা শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয় করনের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন বিএমজিটিএর নেতারা।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ২ টায় কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সংগঠনের সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি মো:বোরহান উদ্দিন ও সাধারন সম্পাদক এ কে এম হাফিজ উল্ল্যার নেতৃত্বে এম.পি.ও ভুক্ত মাদ্রাসা সহ সকল শিক্ষা জাতীয়করন এম.পিও নীতিমালা অসামঞ্জস্যতা দূরীকরণ ও শতভাগ উৎসব ভাতার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদ্রাসা) প্রভাষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।