
অবশেষে কোর্ট-গাউন পরা থেকে মুক্তি মিললো আইনজীবীদের।
একেএম মহিউদ্দিন
নিজেস্ব প্রতিনিধিঃ
গত ১১ মে-২০২৩ ইং রোজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ ঘটিকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্তরে পেশাগত দায়িত্ব পালনের সময় তীব্র গরমে হিট স্ট্রোকে শফিউল আলম ওরফে আলাউদ্দিন নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
এর প্রেক্ষিতে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে ওই আইনজীবী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুনানি শেষে চেম্বারে ফিরছিলেন।
হঠাৎ মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সামনে তিনি মাথা ঘুরে পড়ে যান। তখন উপস্থিত আইনজীবীরা তাকে ঢাকা আইনজীবী সমিতির মেডিক্যালে নিয়ে যান।
তখন পর্যন্ত তার সেন্স ছিল। এরপর অবস্থার অবনতি হলে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন-ঢাকার নিম্ন আদালতের বেশির ভাগ এজলাসে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নেই। অথচ অন্য জেলার আদালতের তুলনায় ঢাকার আদালতে বিচারপ্রার্থীর ভিড় বেশি থাকে।
প্রচণ্ড গরমে কালো কোট,টাই ও গাউন পরে দায়িত্ব পালন করা অনেক কষ্টের। এ বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
এর প্রেক্ষিতে আজ মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির পক্ষ থেকে আজ এই আদেশ দেন
দেশের সকল আদালতে বিজ্ঞ বিচারপতিবৃন্দ এবং আইনজীবীগন সাদা ফুল শার্ট এবং কালো টাই পরবে কোর্টে আর মহিলা আইনজীবীগন সাদা শাড়ী নেক ব্যান্ড/সেলোয়ার-কামিজ পরিধান করবেন আগামীকাল ১৪/০৫/২৩ ইং থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশে বলবৎ থাকবে।