
হাতিয়ার নিঝুমদ্বীপে জীবিকা উন্নয়ন তহবিলের মাধ্যমে নগদ চেক পেল-১০৭ জন সুবিধাভোগী।
মোঃএনায়েত হোসেন(নোয়াখালী):
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে বিশ্বব্যাংকের অর্থায়নে, সুফল প্রকল্পের, সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা, কার্যক্রমের আওতায় নগদ চেক বিতরণ করা হয়।
শুক্রবার (১২ মে) সকালবেলা বিভাগীয় বন কর্মকর্তা নোয়াখালীর সার্বিক দিক নির্দেশনায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে সুফল প্রকল্পের “সহযোগিতামূলক বন ব্যবস্হাপনা” কার্যক্রমের আওতায় অত্র জাহাজমারা রেঞ্জের চর ওসমান (নিঝুমদ্বীপ) বিট ও জাতীয় উদ্যানের সুবিধাভোগী সদস্যগনের মাঝে, নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদ চত্বরে, জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১ নং নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিনাজ উদ্দিন, বিশেষ অতিথি, নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান সহ – ব্যবস্হাপনা কমিটির সভাপতি মোঃ খবিরুল হক বেলাল,জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস এম সাইফুর রহমান,অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিট কর্মকর্তা মোঃ সোহাগ আহমেদ, এছাড়া চর ওসমান বিট এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউ পি সদস্যগন সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ১০৭ জন সুবিধাভোগীকে জনপ্রতি ২৫,২০০/-টাকা করে মোট ২৬,৯৬,৪০০/- টাকার চেক বিতরণ করা হয়।
জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস, এম সাইফুর রহমান জানান, ইতোপূর্বে ৮০ জনকে মোট ২০,১৬,০০০/- টাকার চেক প্রদান করা হয়েছে। নিঝুমদ্বীপে পর্যায়ক্রমে বন বিভাগ কর্তৃক ১০০০ জন সুবিধাভোগী কে সর্বমোট ৪,২০,০০,০০০/- টাকা প্রদানের সরকারি সিদ্ধান্ত রয়েছে।