সবার কথা বলে

গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে – মোখার আতংকে চরাঞ্চলের লোকজন

0 307

হাতিয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে,কিন্তু মোখার আতংকে চরাঞ্চলের লোকজন।

মোঃএনায়েত হোসেন(নোয়াখালী):

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায়
ঘূর্ণিঝড় মোখার আতংকে রয়েছে উপকূলীয় চরাঞ্চলের লোকজন। বিশেষ করে ৮ নং মহাবিপদ সংকেত ঘোষণা করার পর বেড়িবাঁধ ‌‌না থাকায় হাতিয়া দ্বীপের বিচ্ছিন্ন অঞ্চল চর ঘাসিয়া‌, ঢালচর‌, বয়ারচর‌, নলেরচর‌সহ নিঝুম দ্বীপ এছাড়া তমরদ্দি,চরকিং,সহ এসব এলাকার নদীর নিকটবর্তী বেঁড়িবাধ না থাকায় লোকজন আতংকে রয়েছেন।

রবিবার (১৪ মে) সকাল ১১ টা থেকে গুড়ি‌ গুড়ি‌ বৃষ্টি ও হালকা বাতাস প্রবাহিত হচ্ছে। মাছ‌ ধরা‌ নৌকা ও‌ ট্রলারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।এখনো কিছু মাছ ধরা নৌকা ও ট্রলার গভীর সাগর থেকে নিরাপদ স্থানে না আসতে পারায় আত্মীস্বজন খুবই চিন্তায় আছে বলে অভিযোগ পাওয়া যায়।তাছাড়া নেটওয়ার্ক সমস্যা হওয়ায় যোগাযোগ করতে পাচ্ছে না।

স্থানীয় লোকজনকে আশ্রয়‌কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করছেন সিপিপি,কোস্ট গার্ড,নৌ পুলিশ,আনসার ভিডিপি সদস্য সহ বিভিন্ন সেচ্ছাসেবীরা। এদিকে প্রশাসনের নির্দেশে হাতিয়া থেকে সব রুটে লঞ্চ, স্টিমার‌,ট্রলার,স্পিডবোট, সি-ট্রাকসহ সব ধরনের নৌচলাচল‌ বন্ধ রয়েছে।

কোস্ট গার্ড,আনসার,নৌ পুলিশ, সিপিপির স্বেচ্ছাসেবকরা মাইকিং‌ করে‌ লোকজনকে‌ নিরাপদ স্থানে,বিশেষ করে আশ্রয়‌কেন্দ্র গুলোতে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু বলেন,ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ঘূর্ণিঝড় মোখার‌ ক্ষয়ক্ষতি‌ থেকে জনগণকে রক্ষা করতে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করে‌ যাচ্ছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.