সবার কথা বলে

ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করলো এয়ার এ্যাস্ট্রা

0 289
ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করলো এয়ার এ্যাস্ট্রা।
মাসুদুর রহমান
সৈয়দপুর-নীলফামারী:
দেশের নতুন বেসরকারী এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করলো।
এই রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। সৈয়দপুর এয়ারপোর্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এয়ার এ্যাস্ট্রার সৈয়দপুর ফ্লাইট এর শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ, সৈয়দপুর বিমান বন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বক্তব্য দেন অনুষ্ঠানে।
পরে ফিতা ও কেটে এয়ার এ্যাস্ট্রার এই রুটের উদ্বোধন করেন প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এমপি।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, এই বিমান বন্দরটি প্রমাণ করে এই অঞ্চলের মানুষের কতটা পরিবর্তন হয়েছে। সক্ষমতা বেড়েছে এমনকি অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হয়েছে। দিনে ৩৬টি ফ্লাইট আসা যাওয়া করছে এই রুটে।
বঙ্গবন্ধু কন্যা উত্তরাঞ্চলের গেটওয়ে হিসেবে খ্যাত এই বিমান বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে পরিনত করার জন্য কাজ করছেন। এটি হলে ভারত, নেপাল ও ভুটানে এয়ারলাইন্স পরিচালিত হবে। খুব সহজে মানুষ যেতে পারবে।
কর্তৃপক্ষ বলছে, এই রুটে সর্বনিম্ন  ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৪৯০টাকা। দিনে চারবার যাতায়াত করবে সৈয়দপুর-ঢাকা-সৈয়দপুর রুটে। এয়ার এ্যাস্ট্রার জনসংযোগ বিভাগের উপ-ব্যবস্থাপক সাকিব হাসান শুভ জানান, এয়ারক্রাফটে ৭০জন যাত্রী বহন করা যাবে। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-সিলেটের পর সৈয়দপুরে চালু হলো এর যাত্রাপথ।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.