সবার কথা বলে

মায়ের আদর

0 289

মায়ের আদর

————

বিদ‍্যা শিখায় পাঠিয়েছ মা
তোমার ছেলে’ বহু দূর ;
কলিজা ছিড়িয়া বিরান হতো
তোমার হৃদয় দুর্দুর।

কখন কোথায় কোন্ দুর্ঘটনায়
পড়ে আমি মরি;
এই ভাবনায় কাঁদিতেন মা
তুমি দিন রিত ভরি।

“পরের বাড়িতে লজিং থেকে
ছেলেআমার পড়ে;
কোথায় থাকে কী খায় সে ”
এই-ই ভাবতে মা দিন ভরে।

“কবে আসবে কখন আসবে”
ভাবতে অহর্নিশ;
আসতে দেরি হলে তোমার
থাকতোনা মা দিশ।

একটু ভালো খাবার হলে
রাখতে তুলে শিকায়;
“পুত্র এসে খাইবে”বলে
কারো আবদার না বিকায়!

কোথায় গেল এমন আদর,
কোথায় গেলে তুমি?
পাইনি খুঁজে এই দুনিয়ায়
খুঁজলাম আকাশ ভূমি।

মা-গো তোমার এমন আদর
কোথায় গেলে পাই?
যত খুঁজি যেথায় খুঁজি
তোমার আদর নাই।

সূত্র:কবি ম আ ছাত্তার রচিত কাব‍্য গ্রন্থ “আলোরপথে”

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.