সবার কথা বলে

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত

0 313

“মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত”– (আল-হাদিস)

শামিমা আক্তার:

মায়ের সম্পর্কে আর কিছু কি বলার প্রয়োজন আছে? না, নেই। তবুও বলি, গর্ভধারিণী, জননী, যাই বলি না কেন মা মাই। মায়ের কোনো তুলনা হয়না। সন্তানের প্রতি মায়ের ভালবাসারও কোনো তুলনা হয়না। তাই মাকে অনেক বেশি করে ভালবাসতে হবে। জানি, সবাই তার মাকে ভালবাসে, তবুও মাকে আর একটু বেশি ভালবাসলে ক্ষতি কি?
আসুন, মা দিবসে আমরা এই প্রতিজ্ঞা করি, আমরা আমাদের মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবো না।
মায়ের প্রতি ভালবাসা দেখানোর জন্য কোনো বিশেষ দিবসের প্রয়োজন হয়না। প্রতিটি সন্তানের জন্য প্রতিটি দিনই হোক মা দিবস, এই কামনায় বিশ্বের সকল মাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা, ভালবাসা এবং শুভেচ্ছা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.