
শরীয়পুরের নড়িয়ায় পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড।
এ বি এম জিয়াউল হক টিটু (শরীয়তপুর):
শরীয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে গত শুক্রবার (১২ই মে) নদীর পাড় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২ হাজার মন পাট পুড়ে গেছে বলে জানান ভুক্তভোগী পাট ব্যবসায়ী।
যাহার বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী পাট ব্যবসায়ী।
(১২ মে শুক্রবার) বিকাল সাড়ে ০৪ টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ঘটনা স্থলে জানা যায়, মোঃ হাবিবুর রহমান সরদারের পাট গুদামের সাথে মোঃ সোহেল বয়াতি দোকান মেরামতের জন্য মিস্ত্রিকে কন্টাক দেন।
সেই দোকানের লোহার এংগেল জালাইর কাজ করছিলো মিস্ত্রি ও হেলপারা। সেই জালাই থেকে স্পার্কি আগুনের বাবরি পাটের গুদামে পরলে সাথে সাথে আগুন লেগে যায়।
আগুন লাগার সাথে সাথেই তারাহুরো করে মিস্ত্রিরা আগুন না নিভিয়ে দোকানের দরজা তালা লাগিয়ে চলে যায় – এমনি অভিযোগ উঠেছে।
পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ছয় ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
পুুড়ে যাওয়া পাটের গুদাম মালিক মোঃ হাবিবুর রহমান সরদার জানান, তার গুদামে প্রায় ২,০০০ মণ পাট ছিলো, এর সবই পুঁড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ভুক্তভোগী জানান, এই আগুন পরিকল্পিত ভাবে লাগানো হয়েছে। ভুক্তভোগী প্রশাসনের কাছে এর সঠিক হস্তক্ষেপ চেয়েছেন।
এ ব্যাপারে নড়িয়া থানার তদন্ত অফিসার – আবীর হোসেন ঘটনা স্থলে আসেন এবং পরিদর্শন করেন – তিনি বলেন অসাবধনতার কারনে এই ঘটনা ঘটেছে।