0 652

সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন।
মাসুদুর রহমান
সৈয়দপুর – নীলফামারীঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫মে)সন্ধ্যা সাতটার সময় বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত ব্যাপক আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে পুলিশ ক্লাবে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য শেষে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধন এর মাধ্যমে শুভ সূচনা করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।এ সময় তিনি বলেন চলতি মাসেই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ এবং নবায়ন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন এবং উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন।
এ সময় উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম।
সভায় স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ইঞ্জিনিয়ার সেকেন্দার আলী,সহ-সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, অন্যতম আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন খোকন,কেন্দ্রীয় উপকমিটির নেত্রী কোহিনুর আলম।আরও বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাটি সমাপ্ত করা হয় সর্বপ্রথম সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীমের হাতে নবায়নের সদস্য ফরম তুলে দিয়ে মোট ১৩ জন নেতৃবৃন্দের হাতে সদস্য নবায়ন ফরম তুলে দেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দগন।
পরবর্তীতে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের উপ কমিটির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সদস্য ও নবায়ন ফরম সংগ্রহ করা হবে।