স্মার্ট ফোনে আসক্তি কেড়ে নিচ্ছে মেধাশক্তি
মুহাম্মাদ মাইনুল ইসলাম:
স্মার্ট ফোনে আসক্তির কারনে মেধা শুন্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের ছাত্ররা,স্মার্ট ফোন আসক্তি মাদকাসক্তের চেয়ে ভয়াবহ আকার ধারন করছে।
এ-ই আসক্তির কারনে শিক্ষার্থীরা অকালেই ঝড়ে পড়ছে , হারিয়ে যাচ্ছে অন্ধকারে বিপদগামী হচ্ছে, বিভিন্ন অশ্লীলতার মাঝে হারিয়ে নিজেকে শেষ করে ফেলছে।
একজন শিক্ষার্থী দৈনিক সাত থেকে আট ঘন্টা মোবাইলের পিছনে ব্যায় করছে অথচ এ-ই সময়টা তার লেখা পড়ার পিছনে ব্যায় করার কথা ছিল, এভাবে যদি চলতে থাকে তাহলে অল্পতেই ছাত্র সমাজ ধ্বংস হবে, যার প্রভাব পড়বে গোটা সমাজের উপর।
হারিয়ে ফেলবে আগামীদিনের জাতির কর্নধর হারিয়ে ফেলছে উজ্জ্বল নক্ষত্র, স্মার্ট ফোনে অনেক সুবিধা থাকলেও শিক্ষার্থীদের জন্য আসক্তির কারন, এ-র জন্য শিক্ষার্থীদের পড়াশোনার মনযোগ কেড়ে নেয়।
আর এ-ই আসক্তির জন্য বেশি দায় হলো পরিবার, একটা শিশু যখন শিশু থেকে বড় হয়ে উঠে তখন তার খেলার সঙ্গী মাতা পিতা কিন্তু বর্তমানে পারিবার সর্বপ্রথম সন্তানের হাতে ফোন তুলে দায় যার কারনে একটা সময় আসক্তিতে পরিনিত হয় তাই সকল মাতাপিতার উচিৎ সন্তানের হাতে ফোন না দিয়ে তাদেরকে সময় দিন উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলুন।
লেখক মুহাম্মাদ মাইনুল ইসলাম