
১০০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপি।
মোঃ কামাল হোসেন:
রাজধানীর চকবাজার থানা এলাকা থেকে ১০০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা এর গোয়েন্দা-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ জহিরুল ইসলাম ওরফে জহির ও প্রাইভেটকার চালক সোহাগ আহম্মেদ চৌধুরী।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তফা কামাল পিপিএম সাংবাদিকদের জানান, শনিবার ১৯:২০ টায় চকবাজারের হোসনী দালান রোড থেকে ১০০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
এই বিপুল পরিমান মাদক উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে যে, কতিপয় মাদক কারবারি কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে গাঁজা ও ফেন্সিডিল নিয়ে ঢাকা চাঁনখারপুল হয়ে সাভার আসছে। এমন তথ্যের ভিত্তিতে চকবাজারের হোসনী দালান রোডে চেকপোস্ট বসিয়ে বিপুল পরিমান মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২১-২৮০৮) জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে এসব গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে সাভার নিয়ে যাচ্ছিলো।
ডিএমপির চকবাজার মডেল থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।