সবার কথা বলে

এসএসসি – ০৬ ও এইচ এস সি – ০৮ সাপোর্ট এন্ড সল্যূশনের ২য় গ্রান্ড গেট টুগেদার অনুষ্ঠিত

0 331

ঢাকাতে এসএসসি – ০৬ ও এইচ এস সি – ০৮ সাপোর্ট এন্ড সল্যূশনের ২য় গ্রান্ড গেট টুগেদার অনুষ্ঠিত।

আবদুল্লাহ আল মামুন

নিজেস্ব প্রতিনিধিঃ

এসএসসি ০৬ এইচ এস সি ০৮ সাপোর্ট এন্ড সল্যূশনের ২য় গ্রান্ড গেট টুগেদার
গত ১২ ই মে রাজধানীর পূর্বাচলে (৩০০ফিট) সী শেল পার্ক এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

তমাল আশিক ও মাসুম আল ইসহাকের সঞ্চালনায় প্রায় ১২০০ এর মত ডেলিগেট উপস্থিতিতে প্রোগ্রাম শুরু হয়। সকলের মধ্যে ঈদ পরবর্তী আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজক কমিটির অন্যতম সদস্য এইচ এম এমদাদ উল্লাহ তার স্বাগত বক্তব্যে আগত সকলকে ধন্যবাদ প্রদান করেন ।
প্রোগামের মূল আকর্ষন ছিল চিত্র নায়িকা অপু বিশ্বাসকে সম্মানা প্রদান এবং তিনি কেক কেটে অনুষ্ঠান উদ্ধোধন করেন।

এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল তেপান্তর গ্রুপের চেয়ারম্যান এইচ এম এরশাদ উল্লাহ চৌধুরী ও ফরাজি হাসপাতালের চেয়ারম্যান ডাঃ ইমন ফরাজি এবং বাংলাদেশ পুলিশের এডিসি শাখাওয়াত হোসেন ।
মেহমানরা তাদের বক্তব্যে ০৬ ও ০৮ এর সাথে সবসময় পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রুপের বন্ধুদের পাশাপাশি জনপ্রিয় সংগীত শিল্পী পথিক নবী গান গেয়ে সকলকে মাতিয়ে রাখেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিল কুপন ড্র। যাতে প্রথম পুরস্কার হিসেবে ছিল ৪৩” এনড্রয়েড টিভি, ২য় পুরস্কার ছিল ঢাকা কক্সবাজার ২ রাত ৩ দিনের থাকা ও খাওয়ার টিকেট, ৩য় পুরস্কার ছিল ২৫ লিটার এয়ারকুলারসহ প্রায় ৭০ টি পুরস্কার। যা অনুষ্ঠানে সকলের সামনে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষনা করা হয়।

সর্বশেষ গ্রুপ ক্রিয়েটর ইঞ্জিনিয়ার বাপ্পির সমাপনি বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্তি ঘোষনা করেন এবং ভুল ভ্রান্তির জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আগত অনেকে ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.