সবার কথা বলে

নাগালের বাহিরে নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজার

0 424

গরীবদের নাগালের বাহিরে নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজার।

শামীম আহম্মেদ জয়

মতলব উত্তর চাঁদপুর:

মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারে কিছু সবজির দোকানে ঘুরে দেখা যায় পেয়াজ ৮০ টাকা আলু ৪০ টাকাটমেটো ৮০টাকা কাঁচামরিচ ২২০টাকা করলা ৮০টাকাকহি ৬০ টাকাঢেড়স ৪০টাকা পোটল ৪০টাকা শশা ৫০টাকা পুইশাক ৪০টাকা ও বেগুন ৮০ টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে, ছোট সাইজের মিষ্টি কুমড়ো প্রতি পিছ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা। সবজির পাশাপাশি কালিপুর মাছের বাজার ঘুরে দেখা যায়। প্রতিকেজি শিং মাছ ৫০০-৬০০ টাকা,পাঙ্গাস ২১০টাকা,তেলাপিয়া ১৮০-২৩৫ টাকা,রুই,কাতলা মাছ ৩০০-৪৫০টাকা,টেংরা ৬০০-৭০০টাকা দরে বিক্রি হচ্ছে।

কালিপুর বাজারের সবজি ব্যবসায়ী হযরত আলী জানান। আমাদের আড়ৎ থেকে কিনে আনতে হয় চড়া দাম দিয়ে, সেই তুলনায় আমাদের বিক্রি করতে হয়। কাস্টমারের কাছে তরকারির দাম চাওয়া যায় না। কালিপুর বাজারের একজন দিনমজুর জানান। তরিতরকারি কিনতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। মাছের বাজারের যে দাম কত দিন হয় মাছ কিনি না। কি ভাবে কিনবো সারা দিনে ইনকাম করি ৪০০ টাকা তরকারি কিনতে চলে যায় ২৫০ থেকে ৩০০ টাকা মাছ কিনবো কিভাবে।

তিনি আরো বলেন সরকার যদি বাজার তদারকি না করে তাহলে আমাদের মতো গরীবের না খেয়ে থাকতে হবে। কালিপুর বাজারের আরেক ব্যবসায়ী বলেন, ঠিকমতো বৃষ্টি না হওয়ায় ও কিছু দালাল সিন্ডিকেটের কারণে সবজির চড়া দাম।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.