সবার কথা বলে

সাহিত্যের উন্নয়নকল্পে একটি উদার্থ আহ্বান

0 317

সাহিত্যের উন্নয়নকল্পে একটি উদার্থ আহ্বান:-

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দূরদর্শী আন্তরিকতার কারণে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিভিন্ন সেক্টরে উন্নয়ন প্রশংসনীয় গতিতে এগুলেও সাহিত্য এবং সাংস্কৃতি সেক্টরের উন্নয়ন যেন কিছুটা উদাসীন ভাবেই এগোচ্ছে, এর বেশিরভাগ দায়ভার আমাদের ( সাহিত্য ও সাংস্কৃতিক সেবি / কর্মী ) নিজেদের ই।
এই সেক্টরে সারা দেশের অবস্থা প্রায় একই রকম।

বিভিন্ন সাহিত্য গ্রুপ কর্তৃক বছরে একবার সাহিত্য সম্মেলন করে কোনদিনও প্রকৃতভাবে সাহিত্যের মান উন্নয়ন করা সম্ভব নয়। এর জন্য সরকারি / বেসরকারি পৃষ্ঠপোষকতায় একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তার সদ্ব্যবহার ও সংশ্লিষ্টদের সহযোগিতা একান্তভাবেই জরুরী। প্রয়োজনে আলাদা সাহিত্য মন্ত্রণালয় গঠন করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি।

সুসভ্য সমাজ বা জাতি গঠনে সাহিত্য ও সংস্কৃতির ভূমিকা অতি গুরুত্বপূর্ণ।
সমাজ তথা জাতির সম্মানিত নেতৃবৃন্দ গণ / অভিভাবক গণ/ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই সেক্টরের মান উন্নয়ন কল্পে শুভ দৃষ্টি দান ও অংশ গ্রহণের জন্য বিনম্র চিত্তে উদার্থ আহ্বান জানাচ্ছি।

ইতিহাস বলে … আগেকার যুগে প্রতিটি রাজ সভায় প্রসিদ্ধ কবি/ সাহিত্যিকদের ( কমপক্ষে একজন হলেও ) অংশগ্রহণ করার নিয়ম চালু ছিল।
সরকারি / বেসরকারি ভাবে অনুষ্ঠিত উন্নয়ন মূলক সভা সমূহে বর্তমানেও সেই নিয়মকে অনুসরণ তথা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে সমাজ তথা জাতি অনেক উপকৃত হবে এবং এই সেক্টরের সমৃদ্ধির পাশাপাশি দেশীয় সংস্কৃতির চর্চা অনেক গতিমান হবে বলে অনেকেই আশাবাদী।

তা না হলে বর্তমান অনলাইনের যুগে মানুষের মাঝে বই না পড়ার প্রবণতা আরো প্রকট আকার ধারণ করবে এবং সমাজে বিদেশি অপসংস্কৃতি বিস্তার লাভ করতে পারে । এতে আমাদের পরবর্তী প্রজন্ম এবং দেশীয় সংস্কৃতির চরম বিপর্যয় ঘটতে পারে। কবি সাহিত্যিকরা সার্বজনীন এবং সমাজের দর্পণ স্বরূপ। সম্মানিত কবি সাহিত্যিক বন্ধুগণ! যাঁর যাঁর অবস্থান থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিষয়টি সবিনয়ে উপস্থাপন করবেন বলে আমি আশাবাদী।

ধন্যবাদ সবাইকে, সাহিত্যের উন্নয়ন হোক, সকলের মঙ্গল হোক।

আহ্বানে :-
রশিদ আহমদ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.