সবার কথা বলে

জুয়া ও মাদক বিষয়ে কোনো ছাড় নয়-ওসি সাইফুল ইসলাম

0 327
জুয়া ও মাদক বিষয়ে কোনো ছাড় নয়-ওসি সাইফুল ইসলাম।
মাসুদুর রহমান
সৈয়দপুর – নীলফামারীঃ
নীলফামারীর সৈয়দপুরে ২০ মে দুপুর ১:৩০ মিনিটে সৈয়দপুর   থানার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম রেলওয়ে মাঠ সংলগ্ন কার- মাইক্রো স্ট্যান্ডে  কতিপয় জুয়াড়িদের গ্রেপ্তার করার সময় একথা বললেন।
তিনি বলেন জুয়া ও মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।যারা জুয়া ও মাদকের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনবে তবে তার আগে আমরা চাই তারা জুয়া ও মাদক থেকে ফিরে আসুক।
এ সময় তিনি সামাজিক ও পারিবারিক শান্তি-শৃঙ্খলা রক্ষা তে বাল্যবিবাহ ও মিথ্যা মামলা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আসামিদের আইনের আওতায় সকলের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি বলেন একজনের পক্ষে কখনোই সম্ভব না।
সমাজ থেকে মাদক এবং সন্ত্রাস জুয়া দূর করা যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে  ধীরে ধীরে যুবসমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে, তাই অনুরোধ করে বলেন  সমাজ থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ হয়রানিমূলক মিথ্যা মামলায় সবথেকে এলাকাকে দূরে রাখতে সমাজকে সুশৃঙ্খল করতে  আপনাদের সকলের সহযোগিতা একান্ত  কাম্য। রেলওয়ে মাঠে মাইক্রো স্ট্যান্ডে দীর্ঘদিন থেকে প্রকাশ্যে  দিবালোকে কিছু জুয়াড়ি ড্রাইভারদের সহযোগিতায় বাইরে থেকে আসা ছেলেপেলেদের নিয়ে প্রতিদিন জুয়ার আসর বসায়।
এ ব্যাপারে বারবার নিষেধাজ্ঞা করা সত্ত্বেও তারা এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। অভিযোগ আছে এই মাঠে বিভিন্ন মহল্লা থেকে এসে এখানে বিভিন্ন মাদকদ্রব্য ব্যবহার করে। এবং খেলার মাঠের পরিবেশ নষ্ট করছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.