0 439

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সৈয়দপুর আ.লীগের বিক্ষোভ।
মাসুদুর রহমান
সৈয়দপুর-নীলফামারী:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ২২মে সন্ধ্যা ৭:৩০ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে শহরের প্রধান সড়ক ঘুরে মদিনা মোড়ে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের জন্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের জন্য সাধুবাদ জানান। একইসঙ্গে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম রাশেদুজ্জামান রাশেদ। অন্যতম আওয়ামীলীগ নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনারুল হক সাহাজি, জোবায়দুর রহমান শাহীন, মোঃ মাসুদুর রহমান লেলিন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিটলার চৌধুরী ভলু। সংস্কৃতিক সম্পাদক মোস্তফা কামাল সহ পৌর আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের বিপুল নেতা ও কর্মীবৃন্দ।