
সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুল খালেক নিহত
নীলফামারী সৈয়দপুর প্রতিনিধিঃ
লফামারীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক নিহত হয়েছেন। ২৪ মে বুধবার বিকেল ৬ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে, দুপুর দেড়টায় নীলফামারীতে এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তাঁর মৃত্যুর খবরে সৈয়দপুরসহ পুরো রংপুর বিভাগের বিএনপি পরিবার এবং সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, নিহত বিএনপি নেতার জানাজা ও দাফন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
সৈয়দপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, শিল্পপতি, পেশাজীবীসহ আপামর সৈয়দপুরবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।