
আওয়ামীলীগের কর্মী হওয়া গৌরবের বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মী হওয়া অহংকারের একে এম এনামুল হক শামীম এমপি।
এবি এম জিয়াউল হক টিটু(শরীয়তপুর):
শুক্রবার ২৬মে বাংলাদেশ আওয়ামী লীগের ফতেজংজ্ঞ পুর ইউনিয়ন শাখার উদ্যোগে, সদস্য সংগ্রহ ও নবায়ন ২০২৩ অনুষ্ঠিত হয়।
ফতেজংজ্ঞ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগের কর্মী হওয়া গৌরবের আর বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মী হওয়া অহংকারের। মনে রাখবেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র রুখতে আওয়ামী লীগের সংগঠনগুলোকে মজবুত করতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাবেদুর রহমান (খোকা) সিকদার শরিয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরিয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান, বাবু অনল কুমার দে সাধারণ সম্পাদক শরীয়তপুর জেলা আওয়ামী লীগ, আলহাজ্ব আব্দুল ওহাব বেপারী সদস্য শরীয়তপুর জেলা আওয়ামী লীগ, এ কে এম ইসমাইল হক নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাস্টার হাসানুজ্জামান খোকন মোল্লা নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এছাড়া উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ ফতেজংজ্ঞ পুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেজংজ্ঞ পুর আওয়ামী লীগের বার বার নির্বাচিত সভাপতি মাস্টার ফজলুল হক।