
জামালপুরে মামলা প্রত্যাহারের দাবিতে লিফলেট বিতরণ।
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র বাদী হয়ে রাজশাহীর সাঈদ চাদের বক্তব্যকে কেন্দ্র করে এক মামলা দায়ের করেন।
উক্ত মামলায় আসামী করা হয় জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক মোস্তাফিজুর রহমান বাবুল সহ আরো ২জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুর জেলা শহর ইউনিয়ন পৌর: ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।
এর ধারাবাহিকতায় গত ২৭/৫/২০২৩ ইং তারিখে ৪নং ওয়ার্ড বিএনপি’ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে লিফলেট বিতরণ করে। শহরের নিরালা মার্কেট থেকে শুরু করে তমালতলা, রাণীগগঞ্জ বাজার হাট হয়ে বুড়িমা মিষ্টান্ন পর্যন্ত শেষ হয়।