সবার কথা বলে

মাগুরায় সুশাসনের দাবীতে জাসদের জনসভা অনুষ্ঠিত

0 288
মাগুরায় সুশাসনের দাবীতে জাসদের জনসভা অনুষ্ঠিত। 
মোঃ মিরাজ শেখ – নিজেস্ব সংবাদাতা:
মাগুরা সুশাসনের দাবিতে জেলা জাসদের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক নোমানী ময়দানে সৈয়দ জাহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় নেতা জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, কেন্দ্রিয় সহ-সভাপতি আফরোজা হক রীনা, জাসদের যগ্ন সাধারন সম্পাদক আব্দুল্লাহিল কাউয়ূম, যুগ্ন সাধারন সম্পাদক উবায়দুর রহমান চুন্নু প্রমুখ।
এছাড়া প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন কার্যকরী কেন্দ্রিয় কমিটির নেতা জাহিদুল আলম, জেলা জাসদের সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস, জেলা জাসদের যুগ্ন সাধারন সম্পাদক খলিলুর রহমান, জাসদের শালিখা উপজেলা সভাপতি আতিয়ার রহমান, মহম্মদুর উপজেলা সভাপতি মিজানুর রহমান ফিরোজ, শ্রীপুর উপজেলা সভাপতি নিরাপদ বিশ্বাস , জাসদের নারী জোট নেত্রী এ্যাড. লাবনী প্রমুখ।
বক্তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে অবাধ ও সুষ্ঠ নির্বাচন বিষয়ে, দ্রব্য মূল্যর হ্রাস-বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.