প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ণ
সৈয়দপুরে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

মাসুদুর রহমান
সৈয়দপুর - নীলফামারী:
২৯ মে দুপুর ১২:০০টার সময় নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ, সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্মর্কিত স্থায়ী কমিটি, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী, সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও আহ্বায়ক সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান খান এমপি মহোদয়।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও সদস্য সচিব, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধা জনাব ওসমান আলী।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নীলফামারী জেলার বিভিন্ন উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধাদের কমান্ডার ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবলু।সভাপতি, কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান।
© 2023 - দৈনিক সংবাদের পাতা