সবার কথা বলে

শ্রীপুরে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা অনুষ্ঠান

0 314
মাগুরার শ্রীপুরে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা অনুষ্ঠান।

 

মিরাজ শেখ (মাগুরা): মাগুরার শ্রীপুরে সমন্বিত কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত)-এর আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর অর্থায়ন ও কারিগরি সহযোগীতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট  তুলে দেওয়া হয়। যশোর আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোঃ লিয়াকত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুশান্ত চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা উদ্যোক্তাদের হাতে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট  তুলে দেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.