
জামালপুর জেলা মহিলা দল কতৃক জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।
মোঃ এমদাত (জামালপুর):
জামালপুর জেলা মহিলাদল জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে (২জুন) অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন
জেলা বিএনপির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
সভাপতিত্ব করেন জেলা মহিলাদলের সভাপতি সেলিনা বেগম।সাধারণ সম্পাদক সাইদা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ শহিদুল হক খান দুলাল,সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খান সজিব,শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল-মাসুদ, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক অধ্যাপক মোঃ মোকছেদুর রহমান হারুন, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি এড.দিলরুবা।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাওলানা মোঃ গোলাম রব্বানী,জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল মোমেন আকন্দ কাওছার, সাধারন সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম কর্নেল, জেলা ছাএদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মন্জুরুল করিম সুমন, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক। জেলা মহিলাদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।