সবার কথা বলে

ডিইউজের নির্বাচনে শহীদ খুরশীদ পরিষদের নিরুংকুশ বিজয়

0 318

ডিইউজের নির্বাচনে শহীদ খুরশীদ পরিষদের নিরুংকুশ বিজয়।

একে এম মহিউদ্দিন-নিজেস্ব প্রতিনিধিঃ

ব্যপক উৎসাহ উদ্দীপনা ও সংকার মধ্য দিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে এতে দুই টা প্যানেল অংশ ছাড়াও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রার্থীতা করেছে।

এতে শহীদ খুরশীদ পরিষদের পূর্ন বিজয় অর্জন করেছে।

ভোট চলাকালে সাবেক বর্তমান ও জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিম্নে ভোটের বিস্তারিত বিবরণ তুলে ধরা হলোঃ

মোট ভোট- ২৩১৭
কাস্টিং ভোট ১৩২০

পূর্নপ্যানেল বিজয়ী

সভাপতি
মোঃ শহিদুল ইসলাম- ৮৩৩
(প্রধান-৪৪৫ )

সহ-সভাপতি ৩ জন
১.খন্দকার হাসনাত করিম-৭২৭
২.রাশেদুল হক -৬৮১
৩.রফিক মুহাম্মদ-৭৩৬

সাধারণ সম্পাদক
খুরশিদ আলম- ৭৯০
(নাহিদ-৪৯৩)

যুগ্ম সাধারণ সম্পাদ
দিদারুল আলম দিদার-৯৪৪

কোষাধ্যক্ষ
খন্দকার আলমগীর হোসাইন -৭৮০

সাংগঠনিক সম্পাদক
সাইদ খান -৫৭০

প্রচার সম্পাদক
আবুল কালাম-৭৯৩

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
রফিক লিটন- ৮৮৪

জনকল্যাণ সম্পাদ
সালাউদ্দীন রাজ্জাক-৮১৪

দপ্তর সম্পাদক
ইকবাল মজুমদার তৌহিদ-৬৫৮

নির্বাহী সদস্য ৮ টি
১.আমির হামযা চৌধুরী
২.এম. মোশাররফ হোসেন
৩.তালুকদার রুমি
৪.ফখরুল ইসলাম
৫.গাজী আনোয়ার
৬.আব্দুল্লাহ মজুমদার
৭.নিজাম দরবেশ
৮.রাজু আহমেদ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.