"চিলাহাটি এক্সপ্রেস" এর শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।
গত ৪জুন সকাল ১০টায় চিলাহাটি- ঢাকা- চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন "চিলাহাটি এক্সপ্রেস" দিবাকালীন চলাচলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ট্রেনটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের অপর প্রান্তে চিলাহাটি স্টেশনে মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি, নীলফামারী ২ আসনের মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি, ডোমার- ডিমলা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম এমপি, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও আহবায়ক ডিমলা উপজেলা শাখা এবং ডিমলা সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী লে: কর্নেল (অব:) মো: তছলিম উদ্দিন পিএসসি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ে মহাপরিচালক, জেনারেল ম্যানেজার সহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ এবং রংপুর বিভাগীয় কমিশনার রংপুর রেঞ্জের ডিআইজি, নীলফামারী জেলা প্রশাসক পংকজ ঘোষ, পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীগণ এ সময়ে উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির হুইসেল বাঁশি বাজিয়ে ও পতাকা নেড়ে ট্রেন চালানোর উদ্বোধন করেন।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ১১ টি কোচ দিয়ে সাজানো হয়েছে। ৭৭৬ টি আসন সংখ্যা রয়েছে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত একটি কোচ, একটি স্নিগ্ধা এসি চেয়ার কোচ, অবশিষ্ট নয়টি শোভন চেয়ার কোচ রয়েছে।
ট্রেনটি ভোর ছয়টায় চিলাহাটি থেকে ছেড়ে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি দিয়ে ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছাবে বিকাল ৩:১৫ মিনিটে এবং বিকাল ৫টায় ঢাকা থেকে ছেড়ে চিলাহাটি পৌঁছাবে রাত ৩টায়।
চিলাহাটি ঢাকা চিলাহাটি রুটে রাত্রিকালীন নীলসাগর এক্সপ্রেসের পর নতুন আরেকটি চিলাহাটি এক্সপ্রেস ট্রেন চালুর খবরে উত্তরবঙ্গের জনগণ খুবই খুশি হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।