
সাবেক মেম্বার সেলিম ব্যাপারী গ্রেফতার
এম এ জববারঃ
তেঘরিয়ার ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম ব্যাপারী গ্রেফতার।
দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম ব্যাপারীর বিরুদ্ধে মাদক ব্যবসা, অন্যের জায়গা জোড়পূর্বক দখল এবং হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা সহ নানা অভিযোগ উঠেছে।
এরমধ্যে গত ২৮ মে সে তার স্বসস্ত্র বাহিনীর লোকজন নিয়ে হামলা চালিয়েছে ১ নং ওয়ার্ডের বতর্মান মেম্বার জাহাঙ্গীর আলম বাদশা ও তার দুই ভাগ্নের উপর
স্বসস্ত্র হামলায় কপালে, ঠোঁটে মুখে মাড়ির ওপরের অংশ গুরুতর জখম হয়েছে মেম্বারের ভাগ্নের।
সাজ্জাদ ও শাহাদাত নামে দুই ভাগ্নে চিকিৎসাধিন অবস্থানে রয়েছেন।
এ ঘটনায় বতর্মান মেম্বার জাহাঙ্গীর আলম বাদশা বাদী হয়ে ২৯ শে মে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ৮ জনকে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
এ হামলার প্রতিবাদে ১ নং আসামী সেলিম ব্যাপারীসহ সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ১লা জুন একটি সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান।
এ মামলায় ৮ জন আসামীর মধ্যে ৪ জন আদালত থেকে জামিনে মুক্ত থাকলেও ১ নং আসামী সেলিম বেপারীকে গতকাল ৬জুন বিকাল ৫ ঘটিকার সময়, পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
বাকী ৩ জন এখনো পলাতক অবস্থানে রয়েছেন।
বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী সমর্থক ও স্থানীয় গ্রামবাসি প্রশাসনের প্রতি জোড় দাবি জানিয়েছে।