সবার কথা বলে

অল্পের জন্য প্রানে রক্ষা প্রায় অর্ধশতাধিক যাত্রী

0 1,061
অল্পের জন্য প্রানে রক্ষা প্রায় অর্ধশতাধিক যাত্রী।

 

ছবি ও তথ্যচিত্রে

মিজানুর রহমান চৌকিদার – শরীয়তপুরঃ

পদ্মাসেতু হাইওয়ে এপ্রোজ সরক নির্মান কাজ চলমান অবস্থায় (৭ জুন) সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় নড়িয়া উপজেলা, জামতলা বাজার সংলগ্ন শরীয়তপুরগামী ঢাকা থেকে ছেরে আসা একটি বি,আর,টিসি বাস আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে বামপাশের চাকা বালুর ভিতর ডেবে গিয়ে অল্পের জন্য উল্টিয়ে যায়নি।
এমতাবস্থায় যাত্রীরা সবাই আতংকিত হয়, এবং প্রায় যাত্রী বলেন, অল্পের জন্য প্রানে রক্ষা পেলাম।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.