সবার কথা বলে

গাছ, প্রকৃতি ও মানুষ

0 369

গাছ লাগান, প্রকৃতি, পরিবেশ ও মানুষ বাঁচান

গাছ আমাদের প্রকৃত বন্ধু।
আমাদের বেঁচে থাকার জন্য আবশ্যক অক্সিজেন, আমরা প্রতিটি নিঃশ্বাসের সাথে যে অক্সিজেন গ্রহণ করছি, তা গাছ থেকে আমরা পাই।
আমরা নিঃশ্বাস ছাড়ার সময় আমাদের জন্য ক্ষতিকর যে কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি, তা গাছ গ্রহণ করে আমাদের পরিবেশকে সুন্দর ও নির্মল রাখে। অথচ আমরা এতোটাই বোকা আর অভাগা যে, আমাদের নিঃস্বার্থ বন্ধু গাছকে আমরা নির্বিচারে কেটে ফেলছি। এর ফলে অতিরিক্ত গরম, প্রাকৃতিক দুর্যোগ,পরিবেশ দূষণ সহ আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আসুন, নির্বিচারে গাছ কাটা বন্ধ করি। যদি বিশেষ প্রয়োজনে গাছ কাটতেই হয়, তাহলে একটি গাছের জায়গায় সেখানে আমরা চারটি চারাগাছ রোপণ করবো। এতে করে আমাদের পরিবেশ বাঁচবে, বাঁচবো আমরা। তাই আসুন, আমরা নির্বিচারে গাছ কাটা বন্ধ করি। পরিবেশের ভারসাম্য রক্ষা করি। বেশি বেশি গাছ লাগাই। নিজে বাঁচি, পরিবেশ বাঁচাই। আমাদের ভবিষ্যত প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিয়ে যাই।

লেখিকা- শামীমা আক্তার
সাহিত্য বিষয়ক সম্পাদিকা

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.