
বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়
এমদাদুল হক(জামালপুর):
জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র উদ্যোগে প্রচণ্ড দাবদাহের কবল থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জামালপুর পৌর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে বিশেষ নামাজ ও মোনাজাতের এ আয়োজনে সহস্রাধিক শহরবাসী মুসুল্লি অংশগ্রহণ করেন। নামাজ ও দোয়া পরিচালনায় ছিলেন, জামালপুর শহরের বড় মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ।
নামাজপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ জামালপুরের চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, পৌর ঈঁদগাহ মাঠের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম প্রমূখ।