
সদর থানা যুবদলের প্রতিবাদ সামাবেশ
এমদাদুল হক(জামালপুর):
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার অন্তর্ভুক্ত জামালপুর সদরথানা কতৃক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতিয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে জামালপুর সদর উপজেলা যুবদলের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
৯জুন শুক্রবার বিকাল ৪ ঘটিকায় জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় (সফির মিয়ার বাজার সংলগ্ন) উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন সদরথানা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সদর থানা যুবদলের সিনিয়র যুঘ্ন আহবায়ক শফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম খান সজীব।