সবার কথা বলে

মাদারীপুর ছয় জুয়ারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

0 358

মাদারীপুর সদর থেকে ছয় জুয়ারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মীর ইমরান-মাদারীপুর:

মাদারীপুর জেলার সদর উপজেলা পৌর সভার পেয়ারপুর থেকে নগদ টাকা সহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ ( ডিবি)।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায় (১১জুন) ৮-৪৫ মিনিটের সময় মাদারীপুর সদর উপজেলার, পৌর পেয়ারপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশের একটি আভিযানিক টিম, মোঃ মোশারফ হাওলাদার এর মেহগনি বাগানে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় ,(১) মোঃ কামাল তস্তার (৪০),পিতাঃসিরাজুল হক তস্তার সাংঃ- মধ্য পেয়ারপুর(২) মোঃ ঝন্টু কর্মকার,পিতাঃমৃত নিমাই কর্মকার,সাংঃ-পেয়ারপুর,(৩)বাবুল ফকির(৪৮),পিতাঃমৃত আমজাদ ফকির,সাংঃ-পৌর পেয়ারপুর,(৪) মোঃ ইলিয়াস বেপারী,পিতাঃমৃত সুলতান বেপারী,সাংঃ-কুমড়াখালি,(৫) মোঃ ইস্রাফিল আকন(৫০),পিতাঃ মৃত্যু মান্নান আকন,সাংঃ-কুমড়াখালি,(৬) আঃ সোবাহান বেপারী(৭৪),পিতাঃমৃত সুজন বেপারী, সাং- কুমড়াখালি সর্ব থানাঃ/জেলাঃমাদারীপুরকে আটক করে।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ জানান জেলা গোয়েন্দা পুলিশের এমন আবিযান সবক্ষনিক চলমান থাকবে, শুধু জুয়া নয় দেশের সকল প্রকার অনৈতিক কাজ যেমন,মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সকল বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে থাকবে সব সময়।

এ সময় জুয়ার বোর্ড হইতে নগদ ৫২৫৫ টাকা,২টি মোমবাতি,২ টি মশার কয়েল ,০৯ সেট তাস
উদ্ধার করে জব্দ করা হয়। এ বিষয়ে মাদারীপুর সদর থানায় জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.