0 371
মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দিলেন দিনাজপুর খানসামার হাশিসমপুর গ্রামের মেয়ে পি কে প্রজ্ঞা রায়কে।
নিজেস্ব প্রতিনিধিঃ
১১জুন সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার নেয় পি কে প্রজ্ঞা রায়। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি উইনিয়নের হাশিমপুর গ্রামের হরিপ্রসাদ রায়ের (বর্তমানে তিনি প্রভাষক, গণিত মাহিগঞ্জ ডিগ্রী কলেজ) শিক্ষকের মেয়ে পি কে প্রজ্ঞা রায়। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ -এ জাতীয় পর্যায়ে ‘ক’ বিভাগে (ষষ্ঠ -অষ্টম) ‘ভাষা ও সাহিত্য’ বিষয়ে বছরের সেরা মেধাবী হিসেবে নির্বাচিত হয়েছে।
পি কে প্রজ্ঞা রায় রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির কৃতি শিক্ষার্থী। তার কথা বলার ভঙ্গিমা, উচ্চারণ, ভাষার মাধুর্যতা সবাইকে মুগ্ধ করেছে। দেশ সেরা মেধাবী হওয়ার জন্য মা-বাবা, ও তার শিক্ষকদের অবদান অনেক বেশি।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সারা দেশ থেকে প্রতিভাধর ছাত্র-ছাত্রী খুঁজে বের করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ। এই প্রতিযোগিতাটির প্রথম যাত্রা শুরু হয় ২০১৩ সালে সৃজনশীল মেধা অন্বেষণ নামে, পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ২০২০ সাল থেকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ নামকরণ করা হয়। ৩টি শ্রেণী ও ৫টি বিষয়ে (১টি বিষয় কেবল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে ২,০০,০০০ টাকা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী। এর পর আছে বিদেশে যাওয়ার সুযোগ।