সবার কথা বলে

জাজিরায় রপ্তানিযোগ্য কচু জাতীয় ফসল উৎপাদননে উদ্যোগক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

0 1,214

শরীয়তপুর জাজিরায় রপ্তানিযোগ্য কচু জাতীয় ফসল উৎপাদননে উদ্যোগক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত।

এবি এম জিয়াউল হক টিটু(শরীয়তপুর):

শরিয়তপুর জেলায় শস্য ভাণ্ডার খ্যাত জাজিরা উপজেলার বৈচিত্র্যময় ফসলের মধ্যে অন্যতম ফসলের মধ্যে কচু জাতীয় ফসল যেমন লতিকচু,পানিকচু এবং ওলকচু।

 

গত জানুয়ারি মাসে শুরু হওয়া বিদেশে সবজি রপ্তানির ধারা কে বেগবান করার প্রয়াশে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় জাজিরা উপজেলা পরিষদের কৃষক প্রশিক্ষণ হলে দিন ব্যাপি উদ্যোগক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার ১৩ই জুন প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির ক্রপস উইং এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রবিউল হক মজুমদার, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষি মোখলেছুর  রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কচু জাতীয় ফসলের আন্তর্জাতিক মান বজায়ে উত্তম কৃষি চর্চার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে  উৎপাদন পর্যায় থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত প্রতিটি ধাপ বিষয় উদ্যোগক্তাদের হ্যান্ডস অন ট্রেনিং প্রদান করা হয়।প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৫০ জন কৃষক কৃষাণী ছাড়াও রপ্তানির সাথে জড়িত ব্যবসায়ী, রপ্তানিকারক গন ও অংশগ্রহণ করেন।

 

উল্লেখ্য কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জাজিরায় রপ্তানিযোগ্য কচু জাতীয় ফসল উৎপাদননে উদ্যোগক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিতকন্দ ফসল উৎপাদনে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে বলে সংশ্লিষ্টদের তথ্যমতে জানা যায়। ইতিমধ্যেই জাজিরা থেকে প্রায় ৩৭ মেটন কচু ও কচুর লতি ইউরোপে বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হয়েছে৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.