সবার কথা বলে

নড়িয়ায় বাবু লস্করের বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা ভাঙচুর ও লুটপাট

0 515

শরীয়তপুরের নড়িয়া উপজেলা ফতেজংজ্ঞ পুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত নগর গ্রামে প্রকাশ্যে জনসম্মুখে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবু লস্করের বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

এবি এম জিয়াউল হক টিটু(শরীয়তপুর):

গতকাল ১২ই জুন আনুমানিক রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে নড়িয়া থানায় ৭ জনের নামে একটি লিখিত অভিযোগ করেছেন বাবু লস্কর।

এ ব্যাপারে বাবু বলেন, অনেক আগেই থেকেই কিছু বকাটে যুবক যারা কোন কর্ম করেনা পড়াশোনা করেনা তারা সর্বদাই রাস্তায় জনসম্মুখে বিভিন্ন ধরনের মাদক সেবন করে থাকেন।

তাদের সেই অনৈতিক কাজের বাধা দেওয়াও দলবদ্ধ হয়ে আমাকে মেরে ফেলার জন্য আমার বাড়িতে আসে।

এসময় বাবু জানান, তিনি ঘরে ছিলেন তার মা এবং তার স্ত্রী সন্তান ছিলেন। প্রথমে ঘরে ঢুকে তার মায়ের গায়ে হকিস্টিক দিয়ে আঘাত করে এবং ঘরে ভাংচুর করে লুটপাট চালায় এবং নগদ অর্থ ও স্বর্নের জিনিসপত্র নিয়ে যায়।

এ সময় বাবুর স্ত্রী ২ মাসের শিশুকে নিয়ে ভয়ে অজ্ঞান হয়ে যায় এবং তার মাকে দ্রুত শরিয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে বাবু দোষী ব্যাক্তিদের বিচার দাবী দানিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় মেম্বার বলেন এ ঘটনা আমি শুনেছি এবং সরেজমিনে গিয়ে দেখেছি এ ধরনের ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.