সবার কথা বলে

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করণ

0 1,140

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

 

এবি এম জিয়াউল হক টিটু(শরীয়তপুর):

শরীয়তপুরে মঙ্গলবার (১৩ ই) জুন ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৩.৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, সিভিল সার্জন, শরীয়তপুর. জনাব মোঃ আবু সাইদ শামীম, অতিরিক্ত পুলিশ সুপার, শরীয়তপুর. জনাব মোঃ সাইফুল ইসলাম মজুমদার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মোহাম্মদ তালুত মহোদয়, সেমিনারে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ক্যাব ও সিসিএস এর নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী ও বনিক সমিতির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুজন কাজী।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.