মাদারীপুরের শিবচরে ১লক্ষ ২০ হাজার জাল টাকাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ।
মীর ইমরান -মাদারীপুর:
মাদারীপুরের শিবচরের কাবিলপুর থেকে দুই জনকে জাল টাকাসহ আটক করে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি আবিযানিক দল।
শিবচরে উমেদপুর ইউনিয়নের কাবিলপুর এলাকা থেকে নগদ ১লক্ষ ২০ হাজার টাকার জাল নোট, একটি ভিভো ব্রান্ডের এন্ড্রয়েড মোবাইল ফোন সহ মঙ্গলবার (১২ জুন) ১১:৪৫ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখা, মাদারীপুর এর একটি আভিযানিক দল শিবচর থানা এলাকার কাবিলপুর গোপন সংবাদের ভিত্তিতে,কাবিল পুর এফতেদায়ী মাদ্রাসা সংলগ্ন ব্রীজের উপর হইতে ১০০০ হাজার টাকার ১২০টি জাল নোটসহ মাদারীপুর জেলা শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের, কাবিল পুরের মোঃ মোতালেব হাওলাদারের ছেলে মোঃ ইয়াছিন হাওলাদার(২৩), একই এলাকার মোঃ দাদন মিয়ার ছেলে মোঃ জোবায়ের মিয়া (২১) গ্রেফতার করে।
এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)র অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ জানান জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদারীপুর জেলা শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুরে জাল টাকা ব্যবসায় নিয়োজিত আছেন কয়েক জন ,এ তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দক্ষ টিম অভিযান চালিয়ে ১,২০,০০০ হাজার টাকা সহ দুই জাল টাকা সাপ্লাইকারীকে আটক করি। আটককৃতদের তথ্য মতে জানতে জানতে পারি সামনে আসন্ন ঈদুল আজহার ( কোরবানি) ঈদ এ উপলক্ষে এ চক্রটি সক্রিও হয় উঠেছে এ চক্রের সঙ্গে আরো কয়েকজন জরিত তাদের আটক করতে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে
যে কোন ধরনের কোন অপরাধীকে ছার দেওয়া হবেনা ।এমন আবিযান সবক্ষনিক চলমান থাকবে
এ বিষয়ে শিবচর থানায় মামলা রুজু করা হয়েছে ।মামলা নং ২৫, তাং১৩/০৬/২৩ ধারাঃ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক/২৫-ঘ।