0 391

বিশ্ববিদ্যালয় অনুমোদন পাওয়ায় আনন্দে আত্মহারা ঠাকুরগাঁওবাসী।
মোঃ সাইফুল ইসলাম (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপন মন্ত্রীপরিষদে সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানোর জন্য জেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ঢাকঢোল সানাইয়ের তালে তালে র্যালিতে মেতে উঠলেন জেলার শত শত মানুষ। বুধবার (১৪ জুন) বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জমায়েত হয়ে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাস ভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
এসময় ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় চূড়ান্ত অনুমোদন দেওয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, ঠাকুরগাঁওয়ে সব কিছুর উন্নয়ন হয়েছে ও হচ্ছে।