0 383

বিএনপি আবারোও অগ্নি সন্ত্রাসের বার্তা দিচ্ছে : তথ্যমন্ত্রী
মাসুদুর রহমান
সৈয়দপুর-নীলফামারীঃ
‘বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপি আবারও অগ্নিসন্ত্রাসের বার্তা দিচ্ছে।
জামায়াতকে দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। কারণ, বিএনপি জানে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না। বিএনপিকে কখনই মাঠ দখল করতে দেওয়া হবে না। জামায়াতকে দিয়ে দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় বিএনপি।”
রোববার (১১ জুন) সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, “আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশে কারও নেই। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে এবং শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন। সুষ্ঠু নির্বাচন যারা প্রতিহত করার ঘোষণা দেবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
বর্ধিত সভার উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম রুমি, এ্যাডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।
বর্ধিত সভায় নীলফামারী জেলার প্রতিটি উপজেলা থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। তাছাড়াও নীলফামারী জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।