সুখী জীবন প্রকল্পের অবহিতকরণ সভা
মো:এমদাদুল হক (জামালপুর):
১৩ই জুন রোজ মঙ্গলবার পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল কতৃক সুখী জীবন প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পলবান্দা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি এবং ভ্রান্ত ধারণা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিটিং এ পরিবার পরিকল্পনার বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ প্রসব সেবার জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রেরনের জন্য উদ্বুদ্ধ করা হয়। এ ছাড়া প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক আলোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন, মোস্তাফিজুর রহমান, জেলা কর্মসূচী কর্মকর্তা সুখী জীবন, ফারুক আল ফায়সাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইসলামপুর উপজেলা। উক্ত মিটিং এ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কর্মী, ইমাম, স্কুল/মাদ্রাসা শিক্ষক, ইউপি সদস্য পুরুষ, সংরক্ষিত নারী ইউপি সদস্য, শাশুড়ী, ও সক্ষম দম্পতি, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীগন বলেন, এখন থেকে আমরা এ বিষয়ে এলাকায় সচেতনতা গড়ে তুলতে সহায়তা করবো।