0 481

ঠাকুরগাঁওয়ে গরুবাহী নছিমন গাড়ি উল্টে নিহত ১ ও আহত ৪
মোঃ সাইফুল ইসলাম (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরু বিক্রির করার জন্য বাজারে নিয়ে যাওয়ার সময় নসিমন গাড়ি উল্টে খাদে পড়ে গিয়ে তরিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ননদুয়ার ইউনিয়নের টেকিয়া- মহেশপুর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তরিকুল ইসলামের (৩৫) নামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি গুলফামুল ইসলাম জানান, নসিমন গাড়িতে করে ব্যবসায়ীরা কয়েকটি গরু ঠাকুরগাঁও জেলার লাহিড়ী বাজারে নিয়ে যাচ্ছিলেন বিক্রির করার জন্য। ননদুয়ার ইউনিয়নের টেকিয়া-মহেশপুর এলাকার রাস্তার ওপর ধানের খড় বিছানো ছিলো। খড়ের নিচে সড়ক ভাঙাচোরা ছিল। গাড়ির চাকা ভাঙ্গা অংশে পড়লে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৫ জন আহত হয় । খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
সেখানে চিকিৎসকরা তরিকুল ইসলামকে (৩৫) নামের এক জনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।