প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৩, ১:৫০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর কৃষকদের জীবন মান উন্নয়নে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মাসুদুর রহমান
সৈয়দপুর - নীলফামারী:
নীলফামারীতে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান ফসলের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহঃস্পতিবার (১৫ জুন) দুপুরের সদর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে বীজ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ। এসময় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, হুমায়রা বিনতে আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। কৃষির আধুনিকায়নের ফলে উৎপাদন বেড়েছে। কৃষকদের কথা ভেবে প্রধানমন্ত্রী প্রতিটি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে। আপনারা এই সার ও বীজের সুষ্ঠু ব্যবহার করবেন। কেউ এটি বিক্রয় করবেন না। আমাদের কর্মকর্তা-কর্মচারিরা মাঠ পর্যায়ে গিয়ে পর্যবেক্ষন করবে আপনারা এই সার বীজ ব্যবহার করছেন কি না। আপনারা যদি এই সার বীজ ব্যবহার না করে বিক্রয় করে দেন তাহলে আপনারা আর প্রণোদনা কর্মসূচির আওতায় আসতে পারবেন না এমনকি আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।’
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ জানান, ‘কৃষি প্রণোদনা খরিপ ২০২২-২৩ অর্থবছরে খরিপ ২০২৩-২৪ মৌসুমের জন্য সদর উপজেলার এক হাজার ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে ৫কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডেপ ও পটাশ সার প্রদান করা হবে। আজ আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হলো পর্যায়ক্রমের বাকি কৃষকেরা পাবে।’
© 2023 - দৈনিক সংবাদের পাতা