সবার কথা বলে

“বাংলাদেশ ছাত্রপক্ষ ” এর আত্মপ্রকাশ

0 413

এবি পার্টির ছাত্র সংগঠন “বাংলাদেশ ছাত্রপক্ষ ” এর আত্মপ্রকাশ।

নিজস্ব প্রতিবেদক: (আবদুল্লাহ আল মামুন)

 

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাম্য ও অধিকারভিত্তিক ছাত্র রাজনীতির উন্মেষ ও রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রপক্ষ’।

সংগঠন সূত্রে জানা গেছে, নতুন এই ছাত্র সংগঠনের মূল সংগঠন হলো আমার বাংলাদেশ পার্টি।

দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে ‘বাংলাদেশ ছাত্রপক্ষ’ কাজ করবে বলে জানান দলের সদস্য সচিব মজিবুর রহমান মনজু। তিনি উল্লেখ করেন, ‘কোটাবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত আগ্রহী ছাত্রনেতারা নতুন সংগঠন গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন। তারা এবি পার্টির ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে কাজ করবে।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ প্রিন্সকে আহবায়ক এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম নির্ঝরকে সদস্য সচিব করে ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রপক্ষ গঠনের কারণ, উদ্যোক্তাদের রাজনৈতিক পরিচয়, সখ্য ও সংঘবদ্ধ হওয়ার ইতিহাস, দলের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন মুহাম্মদ প্রিন্স। তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ে ব্যাপক পরামর্শ ও গবেষণা করে ছাত্র সমাজের মূল সংকট হিসেবে রাজনৈতিক অসচেতনতাকে চিহ্নিত করেছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংকট হিসেবে চিহ্নিত করেছি
স্বপ্নহীন শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রের অকার্যকর নাগরিকের আঁতুড়ঘরে পরিণত হওয়া। তাই স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত তিন মূলনীতি-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আলোকে শিক্ষার্থীদেরকে রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিষ্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিষ্টার সানী আব্দুল হক এবং ব্যারিষ্টার নাসরীন সুলতানা মিলি বক্তব্য রাখেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে আহবায়ক কমিটির উদ্যোগে একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিজয় ৭১ চত্ত্বরে এসে শেষ হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.