0 416

ট্রেনের ধাক্কায় ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার মৃত্যু
মোঃ সাইফুল ইসলাম (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় রহিমা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে সদর উপজেলার রুহিয়া এলাকার সালেহীয়া দারুসুন্নাত ফাজিল মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা খাতুন রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত দারাজউদ্দীনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস নামে ট্রেনটি রুহিয়া সালেহীয়া দারুসুন্নাত এলাকার রেল লাইনের পাশ দিয়ে হেটে যাওয়া সময় ট্রেনের ধাক্কায় আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয় । বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মোশারফ হোসেন। এছাড়াও নিহতের স্বজন ভাতিজা আলম বলেন, রহিমা খাতুন আমার ফুফু। তিনি দীর্ঘদিন ধরে কানে কম শোনে ও মাথার সমস্যায় ভুগছিলেন। তিনি ভারসাম্যহীন ভাবে চলাফেরা করতেন।
বুধবার দুপুরে তিনি রেল লাইনের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলেন এসময় ট্রেন আসলে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার মাথা ফেটে যায়। এই অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যান তিনি।