
নানী বাড়ী বেড়াতে গিয়ে আরাফাত (১১)পানিতে পড়ে মৃত্যু।
শামীম আহম্মেদ জয় – মতলব উত্তর(চাঁদপুর):
মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের দ্বীন ইসলাম গাজীর বড় ছেলে আরাফাত (১১) একই ইউনিয়নের হাশিমপুর গ্রামে নানীর বাড়ী, বেড়াতে গেলে পুকুরে বড় পাতিল কে নৌকা বানিয়ে, খেলার সময় পাতিলটি উপুর হয়ে যায়।
এমতা অবস্থায় মৃত্যু আরাফাতের ছোট্র খালা তাকে দেখতে না পেয়ে ঘরে জানায়। তারপর মৃত আরাফাতের বোন দিপু এসে পাতিল সরিয়ে তাকে উঠিয়ে আনে। তারপর তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।