0 523

সৈয়দপুরে উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত
মাসুদুর রহমান-সৈয়দপুর নীলফামারীঃ
নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন বুধবার শহরের রেলওয়ে পুলিশ ক্লাব চত্বরে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত নন্দী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও নীলফামারী জেলার সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন। সভাটি পরিচালনা ও সঞ্চালনায় সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন।আরোও বক্তব্য রাখেন যুগ্মসাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিটলার চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবীসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দগন।
বক্তব্যে নেত্রবৃন্দগন বলেন ঐতিহ্যবাহী বৃহৎ আওয়ামী লীগ সংগঠন নেতাদের মধ্যে অনেক সময় মত পার্থক্য দেখা দিলেও আজ কর্মীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তারা স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে একসঙ্গে কাজ করে যাচ্ছেন। দলের মধ্যে তৃণমূলের নেতাকর্মীদের এই আদর্শ আজকের দলকে শক্তিশালীতে রূপান্তরিত করে রেখেছে। তারা আরোও বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নৌকার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ে তুলতে কাজ করছেন। দেশে এখন উন্নয়ন বইছে বলেই এদেশের মানুষ ধানের শীষ কে চান না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ ভালোভাবে আবারোও চলতে পারে, উন্নয়নের ধারা অব্যাহত থাকে সেজন্য সকলেই মিলে মিশে দলকে শক্তিশালী করতে হবে।
দেশের উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সত্তিকারের আর্থসামাজিক উন্নয়ন হয় তা জনগণকে বলতে হবে।