
লৌহজংয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করলেন ১৮ বছরের কিশোরী।
মোঃ বাদলঃ
মুন্সিগঞ্জ লৌহজং থানাধীন, বৌলতলী ইউনিয়ন অধীনস্থ , বৌলতলী গ্রামের বাসিন্দা সোনালী বাড়ৈ নামের হিন্দু কিশোরী ভালোবাসার টানে ঘর ছেড়ে তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার বর্তমান নাম আয়েশা আক্তার।
যানা গেছে সোনালী বাড়ৈ বৌলতলী গ্রামের স্বপন বাড়ৈর মেয়ে।
এ বিষয়ে মেয়ের বাবা বাদী হয়ে ১৩/০৬/২০২৩ ইং, তারিখে লৌহজং থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এরপর লৌহজং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর মামলায় উল্লেখিত অপহরণ হওয়া সোনালী বারুই কে উদ্ধার করা এবং অপহরণকারী কে আটক করতে কঠোর নিদের্শে দেন এস আই বিল্লাল হোসেনকে। পরে এবিষয়ে এস আই বিল্লাল হোসেন তার সাথে থানার চৌকস পুলিশ অফিসার এবং সঙ্গীয় ফোর্স নিয়ে সাত দিন অভিযান চালিয়ে ভিকটিমকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করে।
এরপর সোনালী বাড়ৈ ওরফে (আয়েশা আক্তার) কে লৌহজং থানা পুলিশ মুন্সিগঞ্জ বিচারিক আদালতে উপস্থাপন করলে আয়েশা আক্তার তার আইনজীবীর মাধ্যমে আয়েসার জন্ম সনদ, ধর্মান্তরিত ও বৈবাহিক দলিলাদি উপস্থাপন করে।
পরে আদালত আয়েশা আক্তার কে নিজ জিম্বায় তার স্বামীর সাথে যাওয়ার অনুমতি দেন। বর্তমানে আয়েশা আক্তার তার স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ি অবস্থান করছে।